Tuesday, July 11, 2017

যেভাবে ব্লগে সাইট তৈরি করবেনঃ

১) এর জন্য আপনার ১টি gmail id লাগবে ।  যদি id না থাকে তবে www.gmail.com এ গিয়ে signup করুন।


২) যদি gmail id থাকে তবে www.blogspot.com এ যান।



৩) Click - Create your blog






৪) id & pass দিয়ে GMail এ login করুন।








৫) use profile of google+ or blogger যেকোন ১টা select করুন।
google+ select করে একসাথে google+ এ id তৈরি করে নিন। এতে ব্লগের পোস্টগুলো automatic শেয়ার হবে ও ভিজিটর বাড়বে।




৬) Continue to blogger এ যান।





→ Create New Blog এ ক্লিক করুন।





→ টাইটেল মানে Heading এ বড় করে যেটা থাকবে। তারপর website link দিন> Create blog.



৭) এখানে new post এ ক্লিক করুন & publish এ ক্লিক করে পোস্ট করুন।

৮) যদি sunni-encyclopedia 'র ৪০০ পোস্ট automatic ২-৩ মিনিটের মধ্যে আপনার ব্লগে copy করতে চান তবে নিচের ফাইলটি 
ডাউনলোড করুন।
https://www.mediafire.com/download/86w4vy0cfgcw3f0


এই ফাইলটি আমার ৩ বছরের ফসল যা ৩ মিনিটেই পেয়ে যাচ্ছেন।
সহজে কিছু পেলে অনেকে মূল্যায়ন করতে পারে না। আশা করব নিয়মিত লিখালিখি করবেন।







৯) go to > settings> other > select import content > import from computer > file manager থেকে ডাউনলোডকৃত ফাইলটি খুজে বের করে আপলোড দিন। wait & see মিনিটের মধ্যেই ৪০০ পোস্ট আপনার ব্লগে চলে যাবে। 

১০) এবার ইচ্ছে মত পোস্ট করুন আর নিজ দায়িত্বে ব্লগটি প্রচার করুন। 

চতুর্দশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আ'লা হযরত আহমদ রেজাখান বেরলভী (রহ) এর লিখা সেই বিখ্যাত নাতে রাসুল (সা):-




আলা হযরতের নিম্নোক্ত নাত শরীফটি বিভিন্ন দেশে মিলাদুন্নবী (সা) এর মাহফিলে প্রসিদ্ধ হিসেবে পাঠ করা হয়: 
(কৃতজ্ঞতায় : মাহদী আল গালিব)

কাব্যানুবাদঃ “সবছে আওলা ও আলা, হামারা নবী”

১।সবছে আওলা ও আলা, হামারা নবী, সবছে বালা ও আলা, হামারা নবী।। সবার সেরা, রবের পেয়ারা, সে আমাদের নূর নবীজী, ভালোর চেয়ে ভালো, সেরাদের সেরা, আমাদের নূর নবীজী।।

২।আপনে মাওলাকা পেয়ারা, হামারা নবী, দোনো আলমকা দুলহা, হামারা নবী।। আপন প্রভূর প্রিয়ভাজন, আমাদের নূর নবীজী, দুই ভূবনের অতিথি, সে আমাদের নূর নবীজী।।

৩।বজমে আখেরকা শামা, ফেরুজা হুয়া, নুরে অয়াউয়ালকা জলওয়া, হামারা নবী।। সবার শেষে ধরার মাঝে, জ্বললো যে তাঁর নুরের বাতি। সবার আগে যে নুর পয়দা, নবীজী তাঁর প্রতিচ্ছিবি।।

৪।জিসকা শায়া হ্যায়, আরশে খোদা পর জুলুছ, হ্যায় উয়হ সুলতানে, ওয়ালা, হামারা নবী।। খোদার পাক আরশ জুড়ে, যাঁর ছায়া বিরাজে, তেমনি এক মহান রাজন, আমাদের নূর নবীজী।।

৫।বুঝগেয়ী জিসকে আগে সবহি মশয়েলে, শামা উয়হ লেকর আয়া, হামারা নবী।। আগমনে যাঁর নিস্প্রভ, সব দীপ শিখার বাতি, এমনি এক নুরের বাতি, নিয়ে এলেন নুর নবীজী।।

৬।জিনকা তলউকা দো বুন্দ হ্যায় আবে হায়াত, হ্যায় উয়হ জানে মসীহা, হামারা নবী। যাঁর দু’হাতের তালুর মাঝে, আবে হায়াত লুকিয়ে আছে, তেমনি এক প্রাণসঞ্চারী প্রস্রবণ, আমাদের নূর নবীজী।।

৭।আরশ কুরছি কি থি, আয়না বনদিয়া ছোয়ে হক যব, সুদহারা হামারা নবী।। আরশ কুরছির প্রতিচ্ছিবি, আমাদের নূর নবীজী, সত্য যখন লুক্কায়িত, উদ্ধারিলেন মোর নবীজী।

৮।খলক সে আউলিয়া, আউলিয়া সে রাসুল, আউর রাসুলুছে আলা হামারা নবী।। সৃষ্টি থেকে আউলিয়া, আউলিয়া থেকে রাসুল বড় আর রাসুলগণের মাঝে সেরা, আমাদের নূর নবীজী।।

 ৯।আসমানোহি পর সব নবী রাহ গেয়ে, আরশ আযমপে পৌঁহছা হামারা নবী।। সকল নবী রয়ে গেলেন, আকাশেরি এক কোনে, আরশে গিয়ে মোর নবীজী, দেখা করেন প্রভূর সনে,

১০।হুসন খাতা হ্যায় জিসকে, নিমক কি কসম হ্যায় উয়হ মলিহে দিলারা,হামারা নবী।। সৌন্দর্য সুধা করে কসম, সে মহান প্রতিপালকের, সে প্রেমাস্পদ, মনের মানুষ, আমাদের নূর নবীজী।।

১১।জিকর সব ফিকে জবতক না-মজকুর হো, নমকিন হুসনেওয়ালা, হামারা নবী, সবার কথা ব্যর্থ জানি, যদি না নাও তাঁর পাক নাম খানি, মাধুর্য্যমন্ডিত সৌন্দর্যে ভরা, আমাদের নূর নবীজী।।

১২।জিসকি দো বোন্দ হ্যায় কাওসার ও সাল সাবিল, হ্যায় উয়হ রহমতকা দরিয়া, হামারা নবী।। যার দু’টি দয়ার ফোটা, কাওসার ও সাল সাবিল, সে রহমতের মহাসাগর, আমাদের নূর নবীজী।।

১৩।যেয়ছে ছবকা খোদা এক হ্যায় ওয়ছে হি, ইনকা উনকা তোমহারা, হামারা নবী।। মহান প্রভূ, আল্লাহ মোদের, সবার তরে এক যেমনি, তেমনি ও ভাই, তোমার আমার সর্বজনার নূর নবীজী।।

১৪।করনো বদলি রাসুলোকি হোতি রাহি, চাঁদ বদলিকা নিকলা, হামারা নবী।। একের পর এক, রাসুলগনের আসাযাওয়া ধরণী পরে মোর নবীজী পূর্ণিমার চাঁদ, দীপ্তি ছড়ান সবার মাঝে।। 

১৫।কওন দেতা হ্যায় দেনেকো মু চাহিয়ে, দেনেওয়ালা হ্যায় সাচ্ছা হামারা নবী।। কে আছে ভাই এমন দাতা, পাবে তুমি, যা চাহ তা, সত্যিকারের দাতা সে যে, আমাদেরি নূর নবীজী।।

১৬।কেয়া খবর কিতনে তারে খিলে, ছুপ গেয়ে, পর না ডুবে, না ডুবা হামারা নবী।। আকাশেতে কত তারা, ডুবলো যে তার হিসাব কোথা? আমার নবী নক্ষত্র এক, ডুবে না সে, ডুবলে ধরা।।

১৭।মুলকে কাওনাইন মে আম্বিয়া তাজেদার তাজেদারো কা আঁকা হামারা নবী।। সুবিশাল এ জগত মাঝে, নবীগণই মুকুটধারী, মুকুটধারী সর্বজনার শিরোমনি মোর নবীজী।।

১৮।লা মঁকা তক উজলা হ্যায় জিসকো উয়হ হ্যায়, হার মঁকা কা উজালা হামারা নবী।। লা মকানে আলো ছড়ায়, সে আমারি নূর নবীজী, সর্বস্থানে, সবার হৃদে দ্যুতি ছড়ান, মোর নবীজী।

১৯।ছারে আচ্ছো মে আচ্ছা, ছমজিয়ে জিছে, হ্যায় উছ আচ্ছে ছে আচ্ছা হামারা নবী।। ভালো সে যতই ভালো, হোক না গিয়ে, জগতের সব ভালোর মাঝে অনন্য, সে আমার নবী।। ২০।ছারে উঁচুমে উঁচা, ছমজিয়ে জিছে, হ্যায় উছ উঁচোসে উঁচা, হামারা নবী।। জগতের সব উঁচুর মাঝে, এভারেষ্ট যে ঐ বিরাজে, মোর নবীজীর শানটি সদাই, তেমনি সকল উঁচুর ‘পরে।

২১।আম্বিয়াসে করো আরজ কেঁউ মালেকো, কেয়া নবী হ্যায় তোমহারা হামারা নবী।। নবীর কাছে ফেরেশতারা, পেশ করেন না আরজিনামা, বড়ই মহান, উঁচুতে তাঁর শান, আমাদেরি নূর নবীজীর।।

২২।জিছনে টুকড়ে কিয়ে হেঁ ক্কমরকো উয়হ হ্যায়, নুরে ওয়াহাদাত কা টুকড়া হামারা নবী।। চাঁদকে দুই টুকরা করেন, আঙ্গূলের এক ঈশারাতে।। একক সত্তার টুকরা যে এক, আমাদেরি নূর নবীজী।।

২৩।ছব চমক ওয়ালে, উজলুঁমে চমকা কিয়ে, আন্ধে শিশো মে চমকা হামারা নবী।। সকল প্রদীপ আলো বিলায়, আলোকিত ঐ সদনে, আঁধার রাতে পূর্ণ শশী আমাদেরি নূর নবীজী।।

২৪।জিসনে মুরদা দিলোঁকো দি, উমরে আবদ, হ্যায় উয়হ জানে মসীহা হামারা নবী।। মৃতবৎ অন্তরে যিনি, সঞ্চারিলেন জীবন সুধা, তেমনি এক সঞ্জীবণী, প্রসবন সে আমারি নবী।।


২৫।গমজদোঁকো রেজা মুশদা দি’জে কেহ হ্যায়, বে কঁছুকা ছাহারা, হামারা নবী। বিপদাপন্ন আর দুঃখীজনে, সঞ্চারিলেন স্বস্তিবাণী, সাথীহারা নিরাশ্রয়ের সাথী, সে যে আমার নবী।।

Saturday, July 8, 2017

Who was the Father of ibrahim? ইব্রাহীম (আ) এর পিতা কে ছিলেন?





The Prophet Ibrahim (may Allah’s peace and blessings descend upon our Prophet Muhammad and upon him and both their families) was the son of Terah. This is mentioned in Genesis 11:26-27, and Genesis 11:31.

Ibn Abbas- radi Allahu anh– are agreed that the name of Ibrahim’s father is Tareh, and that the People of the Book, the Jews and the Christians.


Ibrahim (as) was the son of Tarakh. When Tarakh was 75 years of age, Ibrahim (as) was born to him.

Sunni reference: al-Bidaya wan Nahaya, by Ibn Katheer, v 1 p 139


in his Commentary of the Qur’an he states that ‘Azar’ was NOT the father of Ibrahim (as).

Sunni references:

- History of al-Tabari, v 1 p 119
- Tafsir Tabari, by Ibn Jarir al-Tabari, v 7 p 158



Friday, July 7, 2017

আল-কোরআন থেকে ۞ শানে রিসালাত ۞


আল্লাহ পাক ঘোষণা দেন: “আর (হে হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ! আমি আপনার স্মরণকে সমুন্নত করেছি।”
(সূরা ইনশিরাহ, ৯৪:৪)



ব্যাখ্যাঃ

আল্লাহ তার হাবিব (সা:) এর নাম -----


---কালেমা

---আল-কুরআন 

---আযান

---খুতবা 

---নামাজ 

---৭ আসমানের স্তরে স্তরে 

---সিদ্রাতুল মুন্তাহার পাতায় পাতায় 

---জান্নাতের প্রত্তেক দরজায়

---সকল ফেরেশ্তাদের চুখের মনিতে ওনার নাম মুবারাক অংকিত রেখেছেন।

---এমনকি স্বয়ং খোদা তায়ালা রাসুলের উপর দুরুদ পড়েন (আহযাব ৫৬)

---যেখানে আল্লাহর নাম নেয়া হয় সেখানে রাসুলের মুহাব্বতে ওনার নাম স্মরণ করা হয়।

এভাবে তিনি তার হাবিবের স্বরণকে সমুন্নত করেছেন।




রাসূল সমগ্র সৃষ্টিজগতের জন্য রহমতস্বরুপ। (সূরা আম্বিয়া, আয়াত: ১০৭)

মুমিনদের জন্য আল্লাহর পরম অনুগ্রহ রাসূলকে পাওয়া।
(সূরা ইমরান, আয়াত: ১৬৪)

আল্লাহর অনুগ্রহ ও রহমত প্রাপ্তিতে আনন্দ উৎসব কর এবং এর মধ্যে রয়েছে অশেষ কল্যান।
(সূরা ইউনুছ, আয়াত: ৫৮)

রাসূলের হওয়াই আল্লাহর হওয়া ।
(সূরা নিসা, আয়াত: ৮০)

নবী মুমিনদের প্রাণের চেয়েও নিকটতম ও প্রিয়তম। 
(সুরা আহযাব, আয়াতঃ ৬)

"তোমরা পরস্পর নিজেদের যেভাবে সম্বোধন কর আল্লাহর মহান রাছুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে সেভাবে সম্বোধন করবে না।" 
(সূরা নূর, আয়াতঃ ৬৩)

__________________
Sura Hozrat : 1-5
"01

মুমিনগণ! তোমরা আল্লাহ ও রসূলের সামনে অগ্রণী হয়ো না এবং আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন ও জানেন।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَن تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنتُمْ لَا تَشْعُرُونَ

02

মুমিনগণ! তোমরা নবীর কন্ঠস্বরের উপর তোমাদের কন্ঠস্বর উঁচু করো না এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উঁচুস্বরে কথা বল, তাঁর সাথে সেরূপ উঁচুস্বরে কথা বলো না। এতে তোমাদের কর্ম নিস্ফল হয়ে যাবে এবং তোমরা টেরও পাবে না।

إِنَّ الَّذِينَ يَغُضُّونَ أَصْوَاتَهُمْ عِندَ رَسُولِ اللَّهِ أُوْلَئِكَ الَّذِينَ امْتَحَنَ اللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَى لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ

03

যারা আল্লাহর রসূলের সামনে নিজেদের কন্ঠস্বর নীচু করে, আল্লাহ তাদের অন্তরকে শিষ্টাচারের জন্যে শোধিত করেছেন। তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।

إِنَّ الَّذِينَ يُنَادُونَكَ مِن وَرَاء الْحُجُرَاتِ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ

04

যারা প্রাচীরের আড়াল থেকে আপনাকে উচুস্বরে ডাকে, তাদের অধিকাংশই অবুঝ।

وَلَوْ أَنَّهُمْ صَبَرُوا حَتَّى تَخْرُجَ إِلَيْهِمْ لَكَانَ خَيْرًا لَّهُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ


05

যদি তারা আপনার বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত সবর করত, তবে তা-ই তাদের জন্যে মঙ্গলজনক হত। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءكُمْ فَاسِقٌ بِنَبَأٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ

___________________ (সুরা হুজরাত ১-৫)


"নিশচই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে সম্মানিত নূর (রাসুল) ও কিতাব (কোরআন) এসেছে।
(সুরা মায়েদা আয়াতঃ ১৫।)

তফসীরঃ


আল্লাহতায়ালা ছাড়া কোন পরম অস্ত্বিত্ত্ব, মূল সত্য ও প্রকৃত শক্তি নেই, সে পরম সত্য শক্তি ও মহাসত্ত্বার রেছালাত, সর্বময় মূল প্রতিনিধিত্ব, সম্পর্ক, নূর ও রহমতের ধারক বাহক সংযোগ মহান রাসুল। আল্লাহতায়ালার মহান পবিত্র সত্ত্বা তাঁর রাসুল ব্যতীত সবার জ্ঞান, চিন্তা ও কল্পনার উর্ধেব, আল্লাহতায়ালার নূর বলতে প্রিয়নবীকেই বুঝায়। সর্ব সৃষ্টির পূর্বে আল্লাহতায়ালা নূররূপে প্রিয়নবীকে তৈরি করেছেন, নিজ নূরে নূরানী করেছেন, সে নূর থেকেই সব অস্তিত্ত্ব ও জীবন দিয়েছেন, সে নূর থেকে সবাইকে আলোকিত করেছেন। 
এ জন্য এবং আরো অনেক কারনে প্রিয়নবীই জীবনের উৎস ও মূল। 

(তফসিরে রূহুল মায়ানী ১ম খণ্ড ২১৭ পৃষ্ঠা, ২য় খণ্ড ৯৭ পৃষ্ঠা, তফসিরে রূহুল বায়ান)



"হে ঈমানদারগণ! ‘রাইনা’ বলো না বরং ‘উন্‌যুরনা’ বলো এবং মনোযোগ সহকারে কথা শোনো। এই কাফেররা তো যন্ত্রণাদায়ক আযাব লাভের উপযুক্ত।“[সূরা বাকারাহ ১০৩ – ১০৪]"

তফসীরঃ

ইহুদিরা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মজলিসে এলে অভিবাদন, সম্ভাষণ ও কথাবার্তার মধ্য দিয়ে সম্ভাব্য সকল পদ্ধতিতে নিজেদের মনের ঝাল মিটিয়ে নেয়ার চেষ্টা করতো। দ্ব্যর্থবোধক শব্দ বলা, উচ্চস্বরে কিছু বলা এবং অনুচ্চস্বরে অন্য কিছু বলা, বাহ্যিক ভদ্রতা ও আদব-কায়দা মেনে চলে পর্দান্তরালে রসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা ও অপমান করার কোন কসরতই বাকি রাখতো না। পরবর্তী পর্যায়ে কুরআনে এর বহু দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে। এখানে মুসলমানদেরকে একটি বিশেষ শব্দ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এ শব্দটি বহু অর্থবোধক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আলোচনার সময় ইহুদিদের যখন একথা বলার প্রয়োজন হতো যে, থামুন বা ‘কথাটি আমাদের একটু বুঝে নিতে দিন’ বা তখন তারা ‘রাইনা’ বলতো। এ শব্দটির বাহ্যিক অর্থ ছিল, ‘আমাদের একটু সুযোগ দিন’ বা ‘আমাদের কথা শুনুন।’ কিন্তু এর আরো কয়েকটি সম্ভাব্য অর্থও ছিল। যেমন হিব্রু ভাষায় অনুরূপ যে শব্দটি ছিল তার অর্থ ছিলঃ ‘শোন, তুই বধির হয়ে যা।’ আরবী ভাষায়ও এর একটি অর্থ ছিল, ‘মূর্খ ও নির্বোধ’। আলোচনার মাঝখানে এমন সময় শব্দটি প্রয়োগ করা হতো যখন এর অর্থ দাঁড়তো, তোমরা আমাদের কথা শুনলে আমরাও তোমাদের কথা শুনবো। আবার মুখটাকে একটু বড় করে ‘রা-ঈয়ানাও (আরবী) বলার চেষ্টা করা হতো। এর অর্থ দাঁড়াতো ‘ওহে, আমাদের রাখাল!’ তাই মুসলমানদের হুকুম দেয়া হয়েছে, তোমরা এ শব্দটি ব্যবহার না করে বরং ‘উন্‌যুরনা’ বলো। এর অর্থ হয়, ‘আমাদের দিকে দেখুন ’ ‘আমাদের প্রতি দৃষ্টি দিন’ অথবা ‘আমাদের একটু বুঝতে দিন।’ এরপর আবার বলা হয়েছে, ‘মনোযোগ সহকারে কথা শোনো। ’অর্থাৎ ইহুদিদের একথা বার বার বলার প্রয়োজন হয়। কারণ তারা নবীর কথার প্রতি আগ্রহী হয় না এবং তাঁর কথা বলার মাঝখানে তারা নিজেদের চিন্তাজালে বার বার জড়িয়ে পড়তে থাকে। কিন্তু তোমাদের তো মনোযোগ সহকারে নবীর কথা শুনতে হবে। কাজেই এ ধরনের ব্যবহার করার প্রয়োজনই তোমাদের দেখা দেবে না।

বিভিন্ন ইসলামিক বইয়ের Apps ডাউনলোড করুনঃ


এপ্স তৈরি করেছেনঃ (ডাঃ আব্দুল বাতেন মিয়াজি)
Apps Developer : (Dr Abdul Baten Miaji)

Download all apps from here :

https://play.google.com/store/apps/dev?id=5204491413792621474

নূরনবী ﷺ (Noor Nobi) নতুন এপ


https://play.google.com/store/apps/details?id=com.drmiaji.noornobi

আনওয়ারে মদিনা (দরূদের ফযিলত) আল্লামা সিরাজনগরী

https://play.google.com/store/apps/details?id=com.drmiaji.anowaremadina


Great Prophet Muhammad(অতুলনীয় মহামানব মুহাম্মদ ﷺ)


https://play.google.com/store/apps/details?id=com.drmiaji.superman

নামাযের আহকাম (নামাজ শিক্ষা)

https://play.google.com/store/apps/details?id=com.drmiaji.namaz

আমরা সবাই কুরআন শিখবো কেন?

https://play.google.com/store/apps/details?id=com.drmiaji.learningquran

মাসায়েলে কুরবানি (Rules for Qurbani)


https://play.google.com/store/apps/details?id=com.drmiaji.qurbani



এছাড়াও শত শত PDF FILE ডাউনলোড করুন এখান থেকেঃ

পুরো ব্লগটি ডাউনলোড করুন এই এপ্স দিয়েঃ (২৫০ kb)

Thursday, July 6, 2017

জুম’আ হল গরীব/ নিঃস্বদের জন্য হজ্জ্ব স্বরুপ।”→ হাদিসটির পর্যালোচনাঃ


জুনায়েদ বাবুনগরী স্বীয় “প্রচলিত জাল হাদিস” বইয়ের ১১২ পৃষ্ঠায় এই হাদিসকে জাল প্রমাণ করতে ব্যর্থ হয়ে লিখেছেন- ” জামেউস সগীর কিতাবে উক্ত হাদিসটি আল্লামা মানাবী(রহঃ) উল্লেখ করেছেন”।

জবাবঃ যে কিতাবের সম্মানিত লিখকের নামই জানে না, সে আবার কিসর সহীহ, দ্বঈফ নির্ণয় করবে।মূলত জামেউস সগীর গ্রন্থের লেখক হলেন ইমাম সৈয়ুতী(রহঃ)।
হাদিসটি হলঃ


“হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস(রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্নিত, হুজুর(সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফরমান, জুম’আ হল নিঃস্বদের জন্য হজ্জ্ব স্বরুপ।”

★ইমাম সৈয়ুতিঃআল- জামেউস সগীরঃ১/২৭২পৃঃ,হাদিসঃ৩৬৩৫

★ইমাম সাখাভীঃ মাকাসিদুল হাসানাঃ২০৭পৃঃ,হাদিসঃ৩৭০

★আল্লামা আযলূনীঃকাশফুল খাফাঃ১/২৯৮পৃঃ,হাদিসঃ১০৭৪

★ইমাম মানাবীঃফয়জুল কাদীরঃ৩/৩৫৯পৃঃ,হাদিসঃ৩৬৩৫

★আলবানীঃ সিলসিলাতুল দ্বঈফাহঃ১/৩৪৪পৃঃ,হাদিসঃ১৯১,তিনি বলেন হাদিসটি দ্বঈফ।



সনদ পর্যালোচনাঃ


সনদ ১ :

উক্ত হাদিসটির একটি সনদ পাওয়া গেল, তবে উক্ত হাদিসের মধ্যে একজন রাবী ‘মুকাতিল’ সাধারণ দুর্বল থাকার কারণে সনদের ক্ষেত্রে হাদিসটি দ্বঈফ পর্যায়ের।

★ইমাম যাহাবীঃমিযা’নুল ই’তিলাদঃ৩/২৯৮পৃঃ,রাবী নং-৬৯৯৩,দারুল ফিকর ইলমিয়্যাহ, বৈরুত।

★ইমাম ইবনে হাজর আসকালানীঃলিসানুল মিযানঃ৪/৪৫৪পৃঃ।

সনদ ২ :

তবে অপর সনদ যা ইমাম কাযাঈ(রহঃ) এবং ইমাম ইবনে আসাকীর(রহঃ) হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস(রাদ্বিয়াল্লাহু আনহু) এর সুত্রে “মাসাকিন” এর স্থলে ” ফুকারা” বর্ণনা করেন।

★ইমাম সৈয়ুতিঃজামেউস সগীরঃ১/২৭৩পৃঃ,হাদিসঃ৩৬৩৬

★ইমাম মানাবীঃফয়জুল কাদীরঃ৩/৩৫৯পৃঃ,হাদিসঃ৩৬৩৬

তবে উক্ত হাদিসেও একজন রাবী দুর্বল।

সনদ ৩ :

উক্ত হাদিসের সমর্থনে ইমাম দায়লামী(রহঃ) হযরত ইবনে উমর(রাদ্বিয়াল্লাহু আনহু) হতে আরেকটি দ্বঈফ সনদ বর্ণনা করেছেন।

★ইমাম কদ্বায়ীঃমুসনাদে শিহাবঃ১/৮১পৃঃ,হাদিসঃ৭৯

সনদ ৪ :

শুধু তাই নয় ইমাম ইবনে মাজাহ(রহঃ) দ্বঈফ সনদে উক্ত শব্দে হযরত আবু হুরায়রা(রাদ্বিয়াল্লাহু আনহু) এর সুত্রে বর্ণনা করেন।

★ইমাম আযলূনীঃকাশফুল খাফাঃ১/২৯৮পৃঃ,হাদিসঃ১০৭৪

সনদ ৫ :

এই হাদিসটি আরেকটি শক্তিশালী সনদ পাওয়া যায় হযরত যাহহাক বিন মুযাহিম(রাদ্বিয়াল্লাহু আনহুর) সুত্রে।

★ইমাম ফিকহীঃ আখবারে মক্কীয়াঃ১/৩৭৭পৃঃ,হাদিসঃ৭৯৫

তাই আমরা বলতে পারি এই হাদিসের ৪টিরও বেশী সনদে বর্ণিত।তাই হাদিসটি “হাসান” পর্যায়ের এবং মুল বিষয়বস্তু সহীহ।

শহীদ কারা জেনে নিনঃ




আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত,  তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ 


শহীদরা পাঁচ প্রকার-
(১) মহামারীতে মৃত ব্যক্তি, 

(২) পেটের অসুখে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি, 

(৩) পানিতে ডুবে মৃত ব্যক্তি, 

(৪) দেয়াল চাপা পড়ে মৃত ব্যক্তি এবং 

(৫) আল্লাহর পথে জিহাদ করে মৃত ব্যক্তি। 

মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৫৪৬
হাদিসের মান: সহিহ হাদিস 

Tuesday, July 4, 2017

Respect by Kissing Hand & Feet in Islam (Not Sirik its Sunnah) :-



Hadith #1
Kissing the Feet of Mother →

A man came to  Prophet (صلى الله عليه و آله وسلم) and told him that he had taken a vow that should Allah (سبحانہ و تعا لی)  grant Rasoolullah (صلى الله عليه و آله وسلم) victory over Makka, he would go to Kaaba and kiss its threshold.  The   Prophet  (صلى الله عليه و آله وسلم) instructed him: 'Go and kiss the feet of your mother. Your vow will be complete.' 

From : Allama Aynee 
Book : Umdat al Qari, sharah al-Bukhari

Book : Mabsut 
From : Imam Sarakhusi
Vol : 1, 139 page



Hadith #2


مولى العباس قال رأيت عليا يقبل يد العباس ورجله


Sayyedina Shuyab (Radi Allah ta'ala A'anhu) said, 

“Ali (Alaihis Salaam) kissed the hand and feet of Al-Abbas.” (al-Abbas was Ali’s uncle).

Reference :





From : Bukhari
Book : Al Adab Al Mufrad
Chapter : Kissing Feet
Hadith number : 976



Imam al-Dhahabi said in his Siyar A'lam an Nabula

إسناده حسن

It has “Hassan” chain [Siyar, Volume No. 2 #94]




Hadith #3

Al-Wazi' ibn 'Amir said, "We came and were told, 'That is the Messenger of Allah.' We took his hands and feet and kissed them."

Reference










From : Bukhari
Book : Al Adab Al Mufrad
Chapter : Qadam chumna
Hadith number : 975





Hadith #4

Ibn 'Umar said, "'..........
 We kissed his hand. He said, 'I am your group.....'"
(Shorten)

Reference

Al-Adab al-Mufrad Al-Bukhari  by Imam Bukhari  XDI. Greetings Chapter 445  Hadith No 972




Hadith #5

'Abdu'r-Rahman ibn Razin said, "We passed by az-Zubda and were told, 'There is Salama ibn al-Akwa'. I went to him and he greeted us. Then he brought out his hands and stated, 'With these two hands I offered allegiance to the Messenger of Allah, may Allah bless him and grant him peace.' He held out his palm which was as huge as a camel's foot, and we got up and kissed it."

Reference

Al-Adab al-Mufrad Al-Bukhari  by Imam Bukhari  XDI. Greetings Chapter 445  Hadith No 973



Hadith #6

Sayyedina Anas (Radi Allah ta'ala A'anhu) was asked,
"Did you touch the Prophet, (SALLALAHU A'LAIHAY WA ALEHI WASALLAM) with your hand?"
He replied, "Yes,"
so they kissed it.

Reference :





From : Bukhari
Book : Al Adab Al Mufrad
Chaprer : Haathon ko chumna
Hadith number : 974





Hadith #7




Umm Aban, quoting his grandfather 

Sayyedina Zari' (Radi Allah ta'ala A'anhu) who was a member of the deputation of AbdulQays, said:

When we came to Medina, we raced to be first to dismount and kiss the hand and foot of the Apostle of Allah (SALLALAHU A'LAIHAY WA ALEHI WASALLAM).

Reference :






From : Abu Dawud
Book : Al Adab
Chapter : Qadmon ko chumna
Hadith numnber : 5225

From : Bayhaqi
Book : Sunan Al Kubra
Volume : 7
Page : 102


► Imam Ibn al-Muqri' narrates it in his Kitab al-rukhsa (p. 80 #20),

► Imam al-Tayalisi in his Musnad.

It is declared hasan by Ibn `Abd al-Barr in Musnad Al Bazzar (3:278)

Imam Al-Haithami narrated it.


Ibn Hajar in Fath al-Bari (1989 ed. 11:67 Isti’dhan ch. 28 #6265) said: “Among the good narrations in Ibn al-Muqri’s book, is the Hadith of al-Zari al-Abdi.”






al-Mundhiri confirmed it in Mukhtasar al-Sunan (8:86) and declared it Hasan.





►T
abarani declared it Sahih in two of his books: al-Mujam al-Kabir (vol. 5, p. 275 # 5313); and al-Mujam al-Awsat (vol. 1, p. 133 # 418).




Hadith #8




حدثنا أبو بكر حدثنا عبد الله بن إدريس وغندر وأبو أسامة عن شعبة عن عمرو بن مرة عن عبد الله بن سلمة عن صفوان بن عسال  أن قوما من اليهود قبلوا يد النبي صلى الله عليه وسلم ورجليه




Sayyedina Safwan ibn `Asal al-Muradi (Radi Allah ta'ala A'anhu) said, 

"A group of Jews kissed the Hands and foot of Prophet (SALLALAHU A'LAIHAY WA ALEHI WASALLAM) "

Reference :





From : Ibn e Majah
Book : Al Adab 
Chapter : Ek mard dusry mard k hath chumay
Volume 3
Hadith number : 3705
Declare : Sahih

From : Ibn Abi Shaibah
Book : Al Adab
Chapter : A Man Kissing Another Man's Hand When He greets Him,

From : Tirmidhi 
Book : Al Adaab wal Istizaan
Chapter : 18. Kissing hands and feet
Hadith : 3155
Declare : Sahih

Also from
al-Nasa'i, in his sunan
and al-Hakim in his Mustadrak who declared it sahih.


►Ahmed bin Hambel -18814

►al-Nasa'i, who declared it sahih.

► al-Hakim who declared it sahih.





Hadith #9

Narrated Abdullah ibn Umar:

Ibn Umar told a story and said: We then came near the Prophet (peace_be_upon_him) and kissed his hand.

Reference





From : Abu Dawud
Book : Al adab
Chaprer : Haathon ko chumna
Hadith number : 5223




Hadith #10

باب الرجل يقبل يد الرجل 
حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا محمد بن فضيل حدثنا يزيد بن أبي زياد عن عبد الرحمن بن أبي ليلى عن ابن عمر قال  قبلنا يد النبي صلى الله عليه وسلم

Chapter 16. A Man Kissing Another Man's Hand
Translation: It was narrated that Ibn 'Umar said: "We kissed the hand of the Prophet(Peace Be Upon Him)

Reference
►Sunan Ibn Majah, Vol 5, Page 34, Chapter 16, Hadith No: 3704, Published by Durassalam Saudia Arabia


Hadith #11



sayyedina Buraidah (Radi Allah ta'ala A'anhum) of Propeht (SALLALAHU A'LAIHAY WA ALEHI WASALLAM) reported that , When we were with Allah's Messenger (SALLALAHU A'LAIHAY WA ALEHI WASALLAM) on an expedition, 
a Bedouin came and asked for a miracle. Prophet (SALLALAHU A'LAIHAY WA ALEHI WASALLAM) Showed him a miracle.
The Bedouin said, "let me prostrate to you!.”
Allah's Messenger (SALLALAHU A'LAIHAY WA ALEHI WASALLAM) answered:
"No one is allowed to do that [i.e. it is Haraam].
The Bedouin said, "Then I will KISS YOUR HANDS AND FEET." 
and He (SALLALAHU A'LAIHAY WA ALEHI WASALLAM) PERMITTED HIM THAT"

Reference :




From : Al Qaadee ‘Ayaad
Book : Ash Shifa
Chapter : Darakhton ka Kalam karna aur AAP SAW ki nabuwwat ki shahdat aur Dawat par ana.
Volume : 1
page : 299 

From : Imam Bazzar
Book : Al Musnad Al Bazzar
Volume : 3
Page : 49





Imam Muslim Seeking Permission to Kiss the Feet of Imam Bukhari

أحمد بن حمدان القصار سمعت مسلم بن الحجاج وجاء إلى محمد بن إسماعيل البخاري فقبل بين عينيه وقال دعني حتى أقبل رجليك يا أستاذ الأستاذين وسيد المحدثين وطبيب الحديث في علله حدثك 

Translation: Ahmed bin Hamdan al-Qasaar said that he saw Muslim bin Hajjaj (rah) i.e Imam Muslim R.A coming in the court of Imam Bukhari (rah) and kissed his forehead, "THEN HE ASKED HIS PERMISSION TO KISS HIS FEET" he then said: O Teacher of Teachers master of traditionalists and grand scholar on hadith weaknesses.

 [Al Bidayah wan Nihayah (11/33), Published by Maktaba al Ma'rif, Beirut, Lebanon]





2) Imam al-Dahabi in his Book: Sayyir A'laam An Nubala, Volume: 3, Page No: 3343, Under Biography of Imam Bukhari, Biography No: 4969, Published by : Bait Al Afkaar Ad Dawliya, lebanon  Year: 2004 Click Here for Scanned Page (109)



Read Details from here:

বিভিন্ন ইসলামিক ব্লগের এপ্স ডাউনলোড করুন (Download many blog apps) :

আলহামদুলিল্লাহ সুখবর অবশেষে -
1. Sunni-Encyclopedia & 
2. Masumbillahsunny.wordpess
3. Dr-Miaji
ব্লগগুলোর Apps তৈরি হল। এতে যা যা পাচ্ছেনঃ
১) হাজার হাজার পোস্ট অতি সহজে Mobile & PC version এ  ভিজিটের সুবিধা।
২) হাজার হাজার ইসলামিক বাংলা PDF BOOK ইচ্ছানুযায়ী এখান থেকে ডাউনলোড করতে পারবেন। (প্রতিটি app মাত্র 250 kb করে)


Sunday, July 2, 2017

রাসুলুল্লাহ صلى الله عليه و آله وسلم বেমিসাল মাখলুক (সৃষ্টি)-



• হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আমর (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) হতে বর্ণিত। তিনি বলেন, প্রিয়নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, “আমি তোমাদের কারো মত নই।” (বুখারী ১/২৬৩ আবূ দাউদ/১৩৭)

• হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) হতে বর্ণিত। তিনি বলেন, হুযূর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, “নিশ্চয়ই আমি তোমাদের অনুরূপ নই।”(বুখারী ১/২৬৩, ফতহুল বারী ৪/১৬৪)

• হযরত আবূ সাঈদ খুদুরী (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলে কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, “নিশ্চয়ই আমি আকৃতিগতভাবে তোমাদের মত নই।” (বুখারী ১/২৬৩, ফতহুল বারী ৪/১৬৫)

• হযরত আবূ হুরায়রা(রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, হুযুর রাহমাতুল্লিল আলামীন (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, “তোমাদের মধ্যে আমার অনুরূপ কে রয়েছে?” (বুখারী ১/২৬৩, ফতহুল বারী ৪/১৬৭)


ENGLISH VERSION:

KITAB : SAHIH AL-BUKHARI
CHAPTER : 31 FASTING
HADITH NO : 182, 183, 184, 185, 188, 194 
Source : http://www.searchtruth.com/book_display.php?book=31&translator=1&start=60


182 

 Narrated Anas: The Prophet said, "Do not practice Al-Wisal (fasting continuously without breaking one's fast in the evening or eating before the following dawn)." The people said to the Prophet, "But you practice Al-Wisal?" The Prophet replied, "I am not like any of you, for I am given food and drink (by Allah) during the night."  

 183 

 Narrated Abdullah bin Umar: Allah's Apostle forbade Al-Wisal. The people said (to him), "But you practice it?" He said, "I am not like you, for I am given food and drink by Allah."  

 184 

 'Narrated Abu Sa'id: That he had heard the Prophet saying, "Do not fast continuously (practise Al-Wisal), and if you intend to lengthen your fast, then carry it on only till the Suhur (before the following dawn)." The people said to him, "But you practice (Al-Wisal), O Allah's Apostle!" He replied, "I am not similar to you, for during my sleep I have One Who makes me eat and drink."  

 185 

 Narrated Aisha: Allah's Apostle forbade Al-Wisal out of mercy to them. They said to him, "But you practice Al-Wisal?" He said, "I am not similar to you, for my Lord gives me food and drink. "  



 188 



 Narrated Abu Said Al-Khudri: Allah's Apostle said, "Do not fast continuously day and night (practise Al-Wisal) and if anyone of you intends to fast continuously day and night, he should continue till the Suhur time." They said, "But you practise Al-Wisal, O Allah's Apostle!" The Prophet said, "I am not similar to you;. during my sleep I have One Who makes me eat and drink."  


 194 

 Narrated Humaid: I asked Anas about the fasting of the Prophet. He said "Whenever I liked to see the Prophet fasting in any month, I could see that, and whenever I liked to see him not fasting, I could see that too, and if I liked to see him praying in any night, I could see that, and if I liked to see him sleeping, I could see that, too." Anas further said, "I never touched silk or velvet softer than the hand of Allah's Apostle and never smelled musk or perfumed smoke more pleasant than the smell of Allah's Apostle."  



যেভাবে ব্লগে সাইট তৈরি করবেনঃ

১) এর জন্য আপনার ১টি gmail id লাগবে ।  যদি id না থাকে তবে  www.gmail.com  এ গিয়ে signup করুন। ২) যদি gmail id থাকে তবে  www.blogspot.com...